Friday, 23rd May, 2025

শরীয়তপুরের ডোমসারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়েছে ১২ কৃষকের ১৫টি ঘর

শরীয়তপুরের ডোমসারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়েছে ১২ কৃষকের ১৫টি ঘর
শরীয়তপুরের ডোমসার অগ্নিকান্ডে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করছেন জেলা জামায়াতের আমীর মুহাম্মদ আবদুর রব হাশেমী। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুর সদর উপজেলার ডোমসার দপ্তরী কান্দি গ্রামে শুক্রবার বিকাল ৩টায় ভয়াবহ অগ্নিকান্ডে ১২ কৃষকের ১৫টি ঘর পুড়েছে। অগ্নিকান্ডে ২ কোটি টাকা পরিমান ঘরবাড়ি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবী করেছেন। ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রন হলেও ক্ষতির হাত থেকে রক্ষা পায়নি কেউ। ধ্বংসাবশেষ পরিদর্শণ শেষে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়িয়েছেন জেলা জামায়াতে ইসলাম, স্থানীয় জন প্রতিনিধি ও এলাকাবাসী।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্র জানায়, (১৪ ফেব্রুয়ারী) শুক্রবার বাড়ির সকল ঘর তালাবদ্ধ করে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সকলে। বাড়িতে কেউ না থাকায় অগ্নিকান্ডে বেশী ক্ষয়ক্ষতি হয়েছে। পরিধেয় কাপড় ছাড়া আগুনে পুড়েনি এমন কোন সম্পদ অবশিষ্ঠ ছিল না। তবে এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ধ্বংসাবশেষ পরিদর্শণ শেষে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করেছেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রব হাশেমী, নারায়নগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট নিজাম উদ্দিন, ডোমসার ইউপি চেয়ার‌্যান মজিবুর রহমান খান, সংরক্ষিত মেম্বার ও এলাকাবাসী।
শরীয়তপুর জেলা জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুর রব হাশেমী বলেন, সহযোগিতা বড় কথা না। ক্ষতিগ্রস্থ পরিবারের সদ্যদের সান্তনা দেওয়ার জন্য আমরা এসেছি। এখন প্রতি পরিবারের মাঝে নগদ টাকা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের সাথে কথা বলব। যদি ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়াতে পারি তাহলে তারা ঘুরে দাঁড়াতে পারবে।
শরীয়তপুর সদর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার শ্যামল বিশ্বাস বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। অপরিচিত এবং সরু রাস্তার কারণে আমাদের পৌঁছতে কিছুটা সময় লেগে যায়। পৌঁছে প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করি। বৈদ্যতিক শখসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।