Saturday, 26th April, 2025

সখিপুর থানায় ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত

সখিপুর থানায় ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত
সখিপুর থানায় ওপেন হাউজ ডে’র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন পুলিশ সুপার মো: নজরুল ইসলাম। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে সখিপুর থানার সম্মেলন কক্ষে ওপেন হাউস-ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলার পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম (সেবা)। সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ ওবায়েদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল। এ সময় উপস্থিত ছিলেন থানার সকল কর্মকর্তা, পুলিশ সদস্যগণসহ সখিপুর থানার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এর পূর্বে পুলিশ সুপার সখিপুর থানার বার্ষিক পরিদর্শন করেন। এ ছাড়াও সন্ত্রাস, মাদক, জুয়া, দুর্নীতি, বাল্যবিবাহ, মোবাইল ফোনের অপব্যবহার, যৌতুক নিরোধ সংক্রান্তে সচেতনা বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।