
শরীয়তপুরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে আন্ত:জেলা বালু চোরাকারবারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। একটি প্রভাবশালী মহল রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার করে দীর্ঘদিন ধরে এই চোরাকারবারী করে আসছে। এতে পদ্মা নদীর তীরবর্তী বসবাসকারীরা ভাঙ্গন ঝুঁকিতে বসবাস করছে।
নড়িয়া উপজেলা নির্বাহী অফিস সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি পদ্মা নদীতে বালুমহল ও বালু ব্যবস্থাপনা আইন অমান্য করে অবৈধ কাটার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। গতকাল ১৩ মে সন্ধ্যা ৬টায় নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল পদ্মা নদীতে অভিযান চালিয়ে লক্ষ্মিপুর জেলার আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে মো. জামাল, পিরোজপুরের ছোবাহানের ছেলে মো স্বপন, পটুয়াখালীর নুর ইসলামের ছেলে সাইদুর রহমান, শরীয়তপুরের নওপাড়ার আব্দুর রাজ্জাক তপাদারের ছেলে উজ্জল ও চাঁদপুরের মতলব থানার ছাদেক মহিষালের ছেলে মহসিন মহিষালদের গ্রেফতার করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করেন।
পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধ করার দাবীতে দীর্ঘদিন ধরে তীরবর্তী মানুষেরা আন্দোলন ও প্রতিবাদ করে যাচ্ছে। বালু উত্তোলন বন্ধ না হলে পদ্মার তীর রক্ষা বাধসহ তীরবর্তী গ্রামগুলো পদ্মা গর্ভে বিলিন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।