
শরীয়তপুর দেলোয়ার হোসেন মাদবর নামে এক চোর সীধ কেটে চুরি করার সময় স্থানীয়দের হাতে ধরা পরে। ২১ অক্টোবর সদর উপজেলার কাশিপুর গ্রামের হাফেজ ঢালীর বাড়িতে চোরকে আটক করে রাখা হয়। পরে ২ মাস পূর্বে গরু চুরির সাথে জড়িত করে চোর দেলোয়ার মাদবরকে ৩ লাখ টাকা জরিমানা করে মুক্তি দেওয়া হয়। চোর দেলোয়ার উত্তর ভাসানচর গ্রামের বাসিন্দা।
হাফেজ ঢালী ও স্থানীয় সূত্র জানায়, (২১ অটোবর) সোমবার রাতে উপজেলার উত্তর ভাসানচর রাড়ীকান্দি এলাকায় মোস্তফা, হান্নান, আক্তার ও জিয়া কাজীর ঘরে সীধ কেটে চুরি করা অবস্থায় দেলোয়ার মাদবর নামে এক চোর ধরা পরে। এর প্রায় ২ মাস পূর্বে কাশিপুর গ্রামের হাফেজ ঢালীর বাড়ি থেকে তিনটি গরু চুরি হয়। সেই গরু চুরির সাথে জড়িত থাকা সন্ধেহে চোর দেলোয়ারকে ৩ লাখ টাকা জমিমানা করে স্থানীয়রা। স্থানীয়দের সিদ্ধান্ত মেনে নিয়ে ছেলে দেলোয়ার কে ছাড়িয়ে নেয় মা। এসময় দেলোয়ারের চাচা মোতালেব মাদবর, জয়নাল মাদবর, আনু মাদবর, চাচাত ভাই হাফিজ মাদবর ও স্থানীয় সাবেক ইউপি সদস্য আবু সরদার উপস্থিত ছিলেন।
প্রায় ২ মাস পূর্বে ৩টি গরু চুরি হয়েছে দাবী করে হাফিজ ঢালী জানায়, দেলোয়ার আমাদের গরু চুরি করে পালিয়েছিল। গত রাতে এসে আবার রাড়ী কান্দী এলাকায় চুরি করার সময় হাতে নাতে ধরা পরে দেলোয়ার। সেখান থেকে এনে তাকে আটক করে রাখি। স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দিয়েছে।
দেলোয়ারের চাচাত ভাই হাফিজ মাদবর জানায়, দেলোয়ার আমার বাড়ির লোক হিসেবে সেখানে যাই। চুরির অপরাধে স্থানীয়রা দেলোয়ারকে ৩ লাখ টাকা জরিমানা করেছে।
আংগারিয়া ইউপির সাবেক মেম্বার আবু সরদার জানায়, স্থানীয়দের সিদ্ধান্তে দেলোয়ারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দেলোয়ারের মা ও চাচারা তা মেনে নিয়েছে। সেখানে আমিও উপস্থিত ছিলাম।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।