
শরীয়তপুর জেলার ৬ উপজেলা ও ৬ পৌরসভায় একযোগে ১ হাজার ৬৬৬টি ক্যাম্পের মাধ্যমে ১ লাখ ৭০ হাজার ৮৫৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
শনিবার (১৫ মার্চ) প্রথম রাউন্ডের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হয়। জেলার ছয়টি উপজেলায় ১ হাজার ৬৬৬টি ক্যাম্পের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।
শরীয়তপুর সদর হাসপাতাল কেন্দ্রে সকাল ৮টায় ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ মোঃ রেহান উদ্দিন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ মো: জাহিদুল ইসলাম, জেলা ইপিআই তত্বাবধায়ক মোঃ মোজাম্মেল হোসেনসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ।
জেলা ইপিআই তত্বাবধায়ক মোঃ মোজাম্মেল হোসেন জানান, ৬ থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ১৫০ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪৯ হাজার ৭০৪ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলে।
ক্যাম্পেইন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৩ হাজার ৭৬০ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।