Friday, 9th May, 2025

ভেদরগঞ্জে ভ্রাম্যমান আদালতে বিএনপি নেতার ১ লাখ টাকা অর্থদন্ড

ভেদরগঞ্জে ভ্রাম্যমান আদালতে বিএনপি নেতার ১ লাখ টাকা অর্থদন্ড
ভেদরগঞ্জ উপজেলার আর্শিনগরে ভ্রাম্যদান আদালত পরিচালনা করছেন সহকারি কমিশনার (ভূমি) মোজাহেরুল হক। ছবি-দৈনিক হুংকার।

ফসলী জমি নষ্ট করে মাছের ঘের করার অভিযোগে ভেদরগঞ্জ উপজেলার আর্শিনগরে সাবেক চেয়ারম্যান ও সখিপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আজমল হক নান্টু মালতকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালত।
শনিবার (৩ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সহকারি কমিশনার (ভূমি) মোজাহেরুল হক এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অর্থদন্ড দেয়।
সহকারি কমিশনার (ভূমি) মোজাহেরুল হক বলেন, ভেকু দিয়ে ফসলি জমির মাটি কাটা বেআইনী। তাছাড়া কৃষি জমির শ্রেণি পরিবর্তন সম্পূর্ণভাবে নিষেধ। ড্রেজার ও ভেকু দিয়ে কেউ যাতে কৃষি জমি নষ্ট না কওে সেই বিষয়টি মাথায় রেখেই আমরা অভিযান পরিচালনা করছি।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।