
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের চরমাইজারী গ্রামের কাশেম মৃধার মেয়ে মুন্নি আক্তার চরমাইজারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী। মুন্নিরা পাঁচ ভাই ও দুই বোন। সাত ভাইবোনের মধ্যে সবার ছোট মুন্নি ছিলেন মায়ের একান্ত সঙ্গি। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন তার মা জুলেখা বেগম। অসুস্থ মায়ের দেখভালের দায়িত্ব ছিল মূলত মুন্নির উপরেই।
কিন্তু সোমবার ভোরে হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গেলে বাড়িতেই মারা যান জুলেখা বেগম। বুকভরা কান্না, চোখভরা জল আর অগাধ বেদনার মাঝেও মুন্নি দেখালেন অভূতপূর্ব মানসিক দৃঢ়তা। মায়ের নিথর দেহ বাড়িতে রেখেই তিনি অংশ নেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা গণিত বিষয়ে।
গরিবের চর স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, “সকালে স্কুল গেটের সামনে একটি মেয়েকে ভ্যানে বসে কাঁদতে দেখি। পরে জানতে পারি তার মা রাতেই মারা গেছেন এবং সে মায়ের মরদেহ রেখে পরীক্ষা দিতে এসেছে। আমি তাকে শান্তনা দিয়ে হলরুমে বসাই এবং পুরো সময়টিতে তাকে সাহস জুগিয়েছি। তার দায়িত্ববোধ ও পড়াশোনার প্রতি নিষ্ঠা দেখে আমি অভিভূত। “পরীক্ষা শেষে সে বাড়িতে গেলে তার মায়ের দাফন হবে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।