
দীর্ঘদিন পালিয়ে থেকে বিদেশে পাড়ি জমিয়েছিলেন শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার সাবেক মেয়র ও গোসারহাট উপাজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর আউয়াল সরদার। বিধিবাম হওয়ায় তিনি বিমানবন্দর পুলিশের হাতে আটক হয়। পরবর্তীতে গোসাইরহাট থানা পুলিশের হাতে তাকে হস্তান্তর করা হয়। গোসাইরহাট থানা পুলিশ তাকে পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্যের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছেন।
গোসাইরহাট থানা পুশিল সূত্র জানায়, গোসাইরহাট থানায় ২০২৪ সালের ৮ সেপ্টেম্বও পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়। সেই মামলায় সাবেক মেয়র মো. আব্দুল আউয়াল সরদারকে আসামী দেখিয়ে তাকে গ্রেফতর করা হয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক থাকার পরে ১৬ মে শুক্রবার রাত দেড়টার দিকে হজরত শাহাজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন অতিক্রম করার চেষ্টা করেন। সেখান থেকে বিমানবন্দর পুলিশ তাকে আটক করে।
গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মো. মাকসুদ আলম জানান, সাবেক এ মেয়র একটি মামলার আসামী ছিলেন। ২০২৪ এর ৫ আগস্টের পর থেকে সাবেক এ মেয়র পলাতক ছিলেন। আজ বিমান বন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এরপর তাকে গোসাইরহাট থানায় আনা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।