
শরীয়তপুর চীফ জুডিসিয়াল আদালতে ১৭ মে শনিবার বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত জেলা ও দায়রা জজ আদালতের এজলামে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আবুল বাশার মিঞা। অনুষ্ঠানে শরীয়তপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসিতে কর্মরত সকল ম্যাজিস্ট্রেটগণের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন র্যাবের কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন, শরীয়তপুর জেলা ম্যাজিস্ট্রেট এর প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা, শরীয়তপুর পুলিশ সুপার এর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফউজ্জামান, শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের প্রতিনিধি ডা. হোসেনে আরা বেগম, শরীয়তপুর সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সুমন কুমার পোদ্দার, বিজ্ঞ পিপি মনিরুজ্জামান খান (দিপু), শরীয়তপুর জেল সুপার সহ পুলিশের সকল বিভাগ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আবুল বাশার মিঞা। তিনি সকল মানুষের আইনের আশ্রয় লাভ এবং ন্যায় বিচার প্রাপ্তির অধিকার প্রতিষ্ঠায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি এবং পুলিশ বিভাগের সমন্বিত এবং কার্যকরি আইনানুগ ভূমিকা পালনের উপর গুরুত্ব আরোপ করেন।
অত:পর ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার: প্রাসঙ্গিক আইন সমূহের সংক্ষিপ্ত আলোচনা বিষয়ে “মাল্টিমিডিয়া পাওয়ারপয়েন্ট” প্রেজেন্টেশন করেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ। এর পর উন্মুক্ত আলোচনা পূর্বে পুলিশের বিভিন্ন বিভাগ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধ তদন্তের ক্ষেত্রে বিদ্যমান সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ করে তাদের বক্তব্য প্রদান করেন।
বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় উঙ্খাপিত সমস্যা নিরসনে করনীয় বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন র্যাবের কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন, শরীয়তপুর জেলা ম্যাজিস্ট্রেট এর প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা, শরীয়তপুর পুলিশ সুপার এর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফউজ্জামান, শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের প্রতিনিধি ডা. হোসেনে আরা বেগম, শরীয়তপুর সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সুমন কুমার পোদ্দার, বিজ্ঞ পিপি মনিরুজ্জামান খান (দিপু) ও শরীয়তপুর জেল সুপার। পরিশেষে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আবুল বাশার মিঞা সমাপনী বক্তব্যের মাধ্যমে কনফারেন্স এর সমাপ্তি ঘোষণা করেন।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।