
জমিজমা সংক্রান্ত পারিবারিক কলোহের জেরে আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুজন সাহা কে (৫২) পিটিয়ে হত্যা করা হয়েছে। ৬ মে মঙ্গরবার বিকেলে শরীয়তপুর সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের নিজ বাড়িতে তাকে পিটিয়ে গুরুতর আহত করে নিহতের চাচা শান্তি সাহা, চাচাতো ভাই সুদর্শন সাহা, সনদ সাহা, চাচি শঙ্করি সাহা। এ সময় চঞ্চল সাহাসহ আরো ২ জনকে আহত করা হয়। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে নেয়া হয়। জরুরী বিভাগের চিকিৎসক সুজন সাহার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। ঢাকা যাওয়ার সময় কাজীর হাট নামক স্থানে সুজন সাহার মৃত্যু হয়।
নিহতের ভাই অঞ্জন সাহা জানায়, হরিদাস সাহা ও শান্তি সাহা সহোদর। ১৯৭৯ সাল থেকে তাদের পৈত্রিক সম্পত্তির বেশীর ভাগ শান্তি সাহা নিজ নামে করে নেয়। সেই থেকেই দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একই বাড়িতে বসবাস করলেও কারো দিকে কেউ ফিরে তাকায় না। হরিদাস সাহার অংশে কিছু গাছের চারা রোপন করা হয়। সেই চারা শান্তি সাহা তার লোকজন নিয়ে উপড়ে ফেলে। তার প্রতিবাদ করায় এই হত্যা কান্ড ঘটিয়েছে।
হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে নিহতের পরিবারের পক্ষ থেকে।
এই বিষয়ে পালং মডেল থানা অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে সংবাদ পেয়েছি। নিহতের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।