
নিরস্ত্র মুসলিম গাজাবাসীদের বিরুদ্ধে ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর হামলা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি। বুধবার (৯ এপ্রিল) সকাল ১০ টায় জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গনে জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নারী ও শিশু আদালতের পিপি এ্যাডভোকেট কামরুল হাসান, জেলা জজ কোর্টের জিপি এ্যাডভোকেট শাহাদাত হোসেন, সাবেক সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি হানিফ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তাজুল ইসলাম, সাবেক পিপি এ্যাড. মির্জা হযরত আলী, সিনিয়র এ্যাড. সিরাজুল ইসলাম আকন, সিনিয়র এ্যাডভোকেট সেলিম আহমেদ, এ্যাডভোকেট মৃধা নজরুল কবির।
সমাবেশে ফিলিস্তিনি মুসলিম গাজাবাসীদের উপর হামলার তীব্র নিন্দা জানান। পাশাপাশি হামলা বন্ধের জন্য জাতিসংঘ ও ওআইসির সহ মুসলিম দেশগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এই সময় তারা ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান জানান। পাশাপাশি উৎসুক জনতা বাটাসহ বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে যে লুটপাট চালিয়েছে তারো তীব্র নিন্দা জানান।
সমাবেশে আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম বলেন, আমি মনে করি সকল মুসলিম দেশগুলো এই ফিলিস্তিনি মুসলিমদের হত্যার প্রতিবাদ করার প্রয়োজন এবং ইসরাইলের সকল পণ্য আমাদের বয়কট করতে হয়। পাশাপাশি সরকারের প্রতি আহ্বান জানান, সরকার যেন ইসরাইলের সমস্ত পণ্য বন্ধ করতে সাধারণ জনগণকে নির্দেশ প্রদান করেন।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।