Saturday, 26th April, 2025

ডামুড্যায় বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত ফেরারি আসামী গ্রেফতার

ডামুড্যায় বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত ফেরারি আসামী গ্রেফতার
ডামুড্যা থানা পুলিশের হাতে গ্রেফতারকৃত ফেরারি আসামী আনসার আলী শেখ। ছবি- দৈনিক হুংকার।

ডামুড্যায় বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত ৫ মামলার ফেরারি আসামী আনসার আলী শেখ (৫৪) কে ঢাকা শাজাহানপুর থেকে গ্রেফতার করেছে ডামুড্যা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, আনসার আলী শেখ, পিতা মৃত আঃ আলী শেখ ডামুড্যা থানার দক্ষিণ ডামুড্যা গ্রামের নিবাসী এবং ডামুড্যা বাজারের সার ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৪টি সিআর এবং ১টি জিআর মামলায় অভিযোগ এনে তাকে বিভিন্ন মেয়াদে সাজা সহ অর্থ দণ্ডাদেশ প্রদান করেন শরীয়তপুর বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত। এর প্রেক্ষিতে আনসার আলী শেখ দীর্ঘদিন যাবত ওয়ারেন্ট ভুক্ত ফেরারি আসামী হয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। গতকাল ১৯ এপ্রিল বিকাল ৫ টা ৪৫ মিনিটে ডামুড্যা থানায় কর্মরত এস আই (নিরস্র) অলিউল্লাহ এর নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম প্রযুক্তির সহায়তায় ঢাকা শাজাহানপুর থানার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
এ বিষয় ডামুড্যা থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক বলেন, বাংলাদেশ পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা বিধানে প্রতিজ্ঞাবদ্ধ একটি বাহিনী। জেলা পুলিশ শরীয়তপুরে যেকোন ধরণের অপরাধের বিরুদ্ধে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে নিরলস ভূমিকা পালন করে থাকে। তারই ধারাবাহিকতায় আসামি আনসার আলী শেখকে ওয়ারেন্ট ভুক্ত মামলায় গ্রেফতার করে তাকে আদালতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।