Sunday, 18th May, 2025

ধর্ষণ প্রমান হলেই ধর্ষণকারীকে রাজপতে মৃত্যুদন্ড কার্যকর করতে হবে: মাওলানা জালালুদ্দীন

ধর্ষণ প্রমান হলেই ধর্ষণকারীকে রাজপতে মৃত্যুদন্ড কার্যকর করতে হবে: মাওলানা জালালুদ্দীন
পালং উত্তর বাজার ড্রিমল্যান্ড রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন মাওলানা জালালুদ্দীন। ছবি- দৈনিক হুংকার।

ধর্ষণ প্রমান হলেই ধর্ষনকারীকে রাজপথে মৃত্যুদন্ড কার্যকর করতে হবে। রাজনীতিবীদ, ওলামায়ে কেরাম, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে শরীয়তপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন একথা বলেছেন।
তিনি আরো বলেন, এদেশে শিশুরাও ধর্ষনকারীদের হাত থেকে নিরাপদ না। ধর্ষণের প্রভাব এতো বেড়েছে ৪/৫ বছরের শিশুরাও ধর্ধণের শিকার হয়। ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড একথা পবিত্র কোরআনেও বলা আছে। আমাদের দেশের বিচার ব্যবস্থায় ধর্ষণের বিচার দীর্ঘ সময় ধরে হয়। সেই কারণেই ধর্ষন বেড়েই চলছে। বর্তমানে ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করার নির্দেশনা দিয়েছে সরকার। এই বিচার ব্যবস্থা কার্যকর হলেও ধর্ষন অনেকাংশে কমে যাবে বলে আমি মনে করি।
১৭ মার্চ বিকাল ৫টায় জেলা সদরের পালং উত্তর বাজার ড্রিমল্যান্ড রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমদ উসমানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মো. দবির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ, মুফতি খবির উদ্দিন আহমেদ, এমএম মুসলিম উদ্দিন, মাওলানা হেফজুর রহমান, মাওলান নুরুল আমিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়েন নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।