Saturday, 26th April, 2025

শরীয়তপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে নৌর‌্যালি

শরীয়তপুরে জাটকা সংরক্ষণ  সপ্তাহ উপলক্ষে নৌর‌্যালি
শরীয়তপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫ উপলক্ষে নৌ-র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) জেলার নড়িয়া উপজেলার সুরেশ^র মাছ ঘাট এলাকায় নৌর‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। নড়িয়া উপজেলার নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন নড়িয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জাকির হোসেন মৃধা।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।