
নতুন ভাবে ফতুয়া আসছে ইসরায়েলি পণ্য বর্জনসহ তাদের সাথে সকল প্রকার ব্যবসায়িক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ইসরায়েল যে ভাবে ফিলিস্তিনিদের লাশ বোমার সাথে উড়িয়ে দিয়ে উল্লাস করছে সেই সূত্রে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ফরজ হয়ে গেছে। ইসরায়েলের পণ্যের সাথে ফিলিস্তিনিদের রক্ত মিশে আছে। ইসরায়েলের পণ্য ব্যবহার করে ফিলিস্তিনিদের লাশের সাথে রশিকতা করবেন না। ৭ এপ্রিল সোমবার বেলা ১১টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেছেন শরীয়তপুর জেলা শাখার হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা সাব্বির আহমেদ ওসমানী।
এর পূর্বে শরীয়তপুর জেলা শহরের উত্তর মাথা থেকে বর্বর ইসরায়েল কর্তৃক নবীগনের সমাধীখ্যাত ফিলিস্তিনের গাজা ও রাফা উপত্যাকায় রাসায়নিক পদার্থ ব্যবহার করে গাজাকে নিচিহ্ন করার হীন চক্রান্তের প্রতিবাদে হামাসের বিশ্বব্যাপী হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা ইদ্রিস কাসেমী ও জহিরুল ইসলাম এর পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা আবুবকর, মাওলানা কেরামত আলী, মুফতি ফেরদাউস আহমেদ, আবুল কালাম আজাদ প্রমূখ।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।