Thursday, 22nd May, 2025

শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের মৃত্যু

শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের মৃত্যু
দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল। ছবি- দৈনিক হুংকার।

শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ঘোড়ার ঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় আল মামুন (৩০) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
নিহত মামুন ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের বাহেরচর গ্রামের মনোফ সরদারের ছেলে। মৃতের বাবা মনোফ সরদার জানান, আল মামুন বাড়ি হতে বিকাল ৫ টার দিকে এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য শরীয়তপুর যাওয়ার পথে নিজ মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মারা যায়।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।