
শরীয়তপুরের জাজিরা উপজেলায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় ‘আশ্বাস প্রকল্প’-এর আওতায় মানব পাচারের শিকার হয়ে ফিরে আসা নারী ও পুরুষদের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এটি বাস্তবায়ন করে স্থানীয় উন্নয়ন সংস্থা শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)। আয়োজনে সহায়তা করে জাজিরা উপজেলা প্রশাসন।
কর্মশালায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, সমাজকর্মী অংশগ্রহণ করেন। বক্তারা মানব পাচার সংক্রান্ত অভিজ্ঞতা, প্রতিরোধমূলক উদ্যোগ এবং সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। এছাড়া কর্মশালায় অবৈধ উপায়ে বিদেশ গমনের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর এটিএম মাজহারুল ইসলাম বলেন, “সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে আমরা দীর্ঘদিন ধরে মানব পাচার প্রতিরোধে কাজ করছি। শরীয়তপুর অঞ্চলের অনেক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ইতালিসহ বিভিন্ন দেশে অবৈধভাবে পাড়ি জমাচ্ছেন। যারা পাচারের শিকার হয়ে ফিরে এসেছেন, তাদের আইনি সহায়তা, মানসিক সাপোর্ট ও স্বাভাবিক জীবনে ফেরাতে নানা রকম সহায়তা দিয়ে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “আমাদের একটি বিশেষ লক্ষ্য হচ্ছে যেসব সরকারি, বেসরকারি ও সামাজিক সংগঠন মানব পাচার প্রতিরোধে কাজ করছে, তাদের একত্র করা, যাতে ভুক্তভোগীরা সব ধরণের পরামর্শ ও সহায়তা সহজে পেতে পারেন।”
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় বলেন, আমাদের রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তবে কেউ যেন অবৈধভাবে বিদেশে গিয়ে মানব পাচারের শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। যারা ফেরত এসেছেন, তাদের পরিবার ও সমাজের উচিত তাদের পাশে দাঁড়ানো, যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
সিটিপি সদস্য কাইয়ুম জামান বলেন, অনেককে বিদেশে কাজের প্রলোভনে নিয়ে গিয়ে অন্য কাজে বাধ্য করা হয়। প্রতিবাদ করলে নির্যাতনের শিকার হতে হয়। নারীদের ক্ষেত্রে এটি আরও ভয়াবহ। অনেককে সৌদি আরবসহ বিভিন্ন দেশে কাজের কথা বলে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হয়। কিছু মানুষ উদ্ধার হয়, অনেকেই পারেন না। যারা ফিরে এসেছেন, তাদের আমরা খুঁজে বের করে উইনরক ও এসডিএসের সঙ্গে যুক্ত করি।
‘আশ্বাস প্রকল্প’র প্রজেক্ট ম্যানেজার এস এম জাকির হোসেনের পরিচালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল আকন্দ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেনসহ সিটিসি কমিটির বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।