Sunday, 18th May, 2025

পদ্মায় বাল্কহেড ডুবিতে নিখোঁজ ২ শ্রমিকের মরদেহ উদ্ধার

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে জিওব্যাগ বোঝাই বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ ৪০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৪টার দিকে পিরোজপুরের অক্সিজেন বোর্ড নামে একটি বেসরকারি ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন—নড়িয়া উপজেলার নওপাড়া গ্রামের বারেক সরদারের ছেলে আল আমিন সরদার (৩৭) ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মো. মোস্তফা মিয়ার ছেলে আরিফ মিয়া (২৬)।

জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘাটে নোঙর করা একটি বাল্কহেডের রশি ছিঁড়ে গেলে সেটি মুহূর্তের মধ্যে পদ্মার গভীরে তলিয়ে যায়। তখন বাল্কহেডে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক নিখোঁজ হন। বুধবার ভোর থেকে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও তীব্র স্রোতের কারণে কার্যক্রম ব্যাহত হয়। দীর্ঘ ১৮ ঘণ্টার চেষ্টার পরও নিখোঁজ শ্রমিকদের খুঁজে না পাওয়ায় উদ্ধার অভিযান শেষ করা হয়। পরে নিখোঁজ শ্রমিকদের স্বজনদের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে বেসরকারি ডুবুরি দলটি নামানো হয়। টানা তিন ঘণ্টার প্রচেষ্টায় বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ১৩০ ফুট পানির নিচে বাল্কহেডের ক্যাবিন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে নৌ-পুলিশ এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম জানান, “উদ্ধার হওয়া শ্রমিকদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাসম্ভব সহযোগিতা করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।