
পদ্মা সেতুর জাজিরা প্রান্ত এলাকায় ভুয়া র্যাব পরিচয়ে অভিযান চালানোর সময় বরখাস্তকৃত এক সেনাসদস্যকে আটক করেছে শিবচর হাইওয়ে থানা পুলিশ। এসময় তার সাথে থাকা খেলনা পিস্তল ও ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।
বুধবার (২১ মে) সকাল সারে ৭টার সময় ঢাকা-ভাঙ্গা হাইওয়ের শিবচর মোল্লা বাজার সংলগ্ন আন্ডারপাসের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শিবচর হাইওয়ে থানা পুলিশ নিয়মিত চেকপোস্ট ডিউটি চলাকালে একটি মাইক্রোবাসকে থামাতে বললে গাড়ি থেকে এক ব্যক্তি নেমে আসেন। কোমরে পিস্তল ও হাতে ওয়াকি-টকি থাকা অবস্থায় তিনি নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে জানান, তাদের গাড়িতে একজন আসামি রয়েছে।
পরে তিনি পুলিশ সদস্যদের একটি র্যাবের পরিচয়পত্র দেখান। তবে তার আচরণে সন্দেহ হলে পুলিশ সদস্যরা পরিচয়পত্রটি যাচাই করেন। প্রাথমিক পর্যবেক্ষণে তা ভুয়া মনে হলে তাকে আটক করার চেষ্টা করা হয়। এসময় মাইক্রোবাসে থাকা অন্য পাঁচজন ব্যক্তি দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে গেলে ঐ ব্যক্তিকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তির নাম মোঃ আশিকুর রহমান (৩২)। তিনি রাজশাহী জেলার তানোর থানার মালশিরা গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, সেনাবাহিনী থেকে তিনি পূর্বে বরখাস্ত হয়েছেন এবং বর্তমানে কোনো সরকারি বা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
পুলিশ সূত্রে জানা যায়, পালিয়ে যাওয়া মাইক্রোবাসে আরও পাঁচ ব্যক্তি ছিলেন। তারা হলেন-জুয়েল (৩৮), ফরিদপুর, ড্রাইভার রাসেল (৪০), হাসান (২৮), মেহেরপুর, জাহাঙ্গীর (৩৫) এবং রফিকুল (২৮), যশোরের নোয়াপাড়া এলাকার বাসিন্দা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি ধাতব খেলনা পিস্তল, একটি ওয়াকি-টকি, দুটি ভুয়া আইডি কার্ড, একটি ঘড়ি, একটি মোবাইল ফোন এবং নগদ ৫,০০০ টাকা। আটককৃত আশিকুর রহমান বর্তমানে পদ্মা সেতু দক্ষিণ থানার হেফাজতে রয়েছেন।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) নকীব আকরাম হোসেন হুংকারকে বলেন, ‘সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া এক ব্যক্তি ভুয়া র্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা করছিল। পুলিশ সদস্যদের বুদ্ধিমত্তার কারণে তিনি ধরা পড়েন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।