
শরীয়তপুরের জাজিরায় বসবাসরত হিজড়া সম্প্রদায়ের মধ্যে ঈদ উপহার প্রদান করলেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায়।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে জাজিরা উপজেলা পরিষদে হিজড়া সম্প্রদায়ের ১০ জনকে এ ঈদ উপহার প্রদান করা হয়।
এ সময় হিজড়া সম্প্রদায়ের বর্ষা নামে একজন বলেন, হঠাৎ করে ইউএনও স্যার আমাদের ঈদ উপহার দেন এতে আমরা এতো বেশি খুশি হয়েছি তা বলে বুঝাতে পারবনা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইশ্রাফিল হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রিপন খন্দকার, জাজিরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. পলাশ খান ও সাধারণ সম্পাদক শাওন বেপারী প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় বলেন, জাজিরার তৃতীয় লিঙ্গের যারা রয়েছেন তারা খুবই ভালো মনের মানুষ। তাদের উপহার দিতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতে তাদের নাগরিক অধিকার পুরোপুরি নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।