Thursday, 15th May, 2025

শরীয়তপুরে মায়ের সঙ্গে অভিমান করে মেয়ের আআত্মহত্যা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে মায়ের সঙ্গে অভিমান করে রিমা (১৮) নামে এক যুবতি শোয়ার ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করেছে।
বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাতে উপজেলার সখিপুর ইউনিয়নের ছৈয়াল কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। রিমা ওই এলাকার মাদু সরকার কান্দি গ্রামের সেলিম বেপারীর মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রিমা ও তার মা ছৈয়াল কান্দি গ্রামের সিদ্দিক প্রধানিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। গতকাল রাতে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটির এক পর্যায়ে রিমা অভিমান করে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।