Sunday, 18th May, 2025

ডামুড্যায় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান

ডামুড্যায় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান
ডামুড্যায় অভিযান পরিচালনা করছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদৌস। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুরের ডামুড্যা বাজারে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে ২ টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৫ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার আইনে ৪৩ ধারায় জেলা সহকারি পরিচালক জান্নাতুল ফেরদৌস এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর খাদ্য যেমন মুগ ডাল রং মিশিয়ে বিক্রি করার অভিযোগে মুদি দোকান মেসার্স রাফি ষ্টোর কে ৩০ হাজার ও একই অভিযোগে মেসার্স রশিদ ষ্টোর কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এবিষয়ে জনসাধারণ কে সচেতন করে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আলেয়া বেগম, ডামুড্যা বাজার বনিক সমিতির পক্ষে আতিকুর রহমান কবির ও পুলিশের একটি টিম।
শরীয়তপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, ভোক্তাদের সুবিধা চিন্তা করে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।