Friday, 9th May, 2025

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যুকে আটক করল কোস্টগার্ড

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যুকে আটক করল কোস্টগার্ড
সুন্দরবন কোস্টগার্ডের হাতে অস্ত্র ও গুলিসহ আটককৃত দুই দস্যু। ছবি-দৈনিক হুংকার।

সুন্দরবনের শিবসা নদীর আদাছগী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।
৬ মে মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এতথ্য তুলে ধরেন চীফ স্টাফ অফিসার কমান্ডার সঞ্জীব কুমার দে।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ মে সোমবার বিকাল ৫ টায় কোস্টগার্ড বেইস মোংলা এর একটি আভিযানিক দল সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদাছগী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে উক্ত এলাকা হতে ২ টি একনলা বন্দুক, ১টি শর্টগান, ১টি খেলনা বন্দুক, অস্ত্র তৈরীর সরঞ্জামাদি, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, ২০৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৯ টি দেশীয় অস্ত্র, ৪টি কুড়াল, ৭ টি করাত, ১০ টি রড, ৫ টি হাতুড়ি, ১টি সোলার, ২৮টি মোবাইল, ১১ টি ওয়াকি টকি চার্জার এবং ২ টি কাঠের নৌকাসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অন্যতম দুই সহযোগী মোঃ সাদ্দাম খান (২০) এবং আব্বাস মোল্লা (৪০) কে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয় বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত করিম শরীফের সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছিল। তিনি আরও বলেন, কোস্ট গার্ডের এধরনের সাড়াঁশি অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল ধীরে ধীরে জলদস্যু ও ডাকাতমুক্ত হয়ে উঠছে। এই অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকার জেলে ও মাছ শিকারীরা এখন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন।
বাংলাদেশ কোস্টগার্ড আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে, যার ফলে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।