Saturday, 26th April, 2025

শরীয়তপুরে হজ্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শরীয়তপুরে হজ্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শরীয়তপুরে হজ্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন্ ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুরে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ্জযাত্রীদের দিনব্যাপি হজ্জ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ হজ্জ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ আবু তালহা এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসলাম উদ্দিন, হাব প্রতিনিধি, সাকিব এভিয়েশনের মালিক ও দৈনিক হুংকার সম্পাদক আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবীব, জেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক জামায়াতে ইসলামির ফরিদপুর অঞ্চল টিম প্রধান আলহাজ্ব মাওলানা খলিলুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি সাংবাদিক আবুল হোসেন সরদার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ জাহিদুল ইসলাম। এ সময় জেলার প্রায় ৩ শতাধিক সরকারি ও বেসকারি ব্যবস্থাপনায় হজ্জযাত্রী উপস্থিত ছিলেন।
দিনব্যাপী চলমান এ হজ্জ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, পবিত্র হজ্ব গমনেচ্ছু হজ্জযাত্রীরা আল্লাহর মেহমান। তারা আমাদের দেশেরও প্রতিনিধি। তাই ইসলামী শরীয়ত ও কুরআন ও হাদীসের আলোকে বিভিন্ন বিধি-নিষেধ মেনে বাংলাদেশের সম্মান সমুন্নত রাখার আহবান জানান। এ বছর জেলা থেকে সরকারি-বেসরকারি মিলে ৩৫৮ জন হজ্বযাত্রী পবিত্র হজ¦ পালনের জন্য যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।