Saturday, 26th April, 2025

তারুণ্যের উৎসব জাতীয় ফুটবল লিগে মাদারীপুরকে হারাল শরীয়তপুর

তারুণ্যের উৎসব-২০২৫ জাতীয় ফুটবল লিগ (অনূর্ধ্ব-১৫) ঢাকা জোনের খেলায় মাদারীপুর জেলাকে হারিয়ে বিজয় ছিনিয়ে নিয়েছে শরীয়তপুর জেলা দল।
১৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী জেলা স্টেডিয়ামে মাদারীপুর জেলা দলকে ৪-৩ গোলের ব্যবধানে হারায় শরীয়তপুর।
খেলার শুরুতে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল মাদারীপুর জেলা দল। শেষ দিকে চমক দেখিয়ে ফলাফল নিজেদের দখলে নিয়ে নেয় শরীয়তপুর জেলা দল। খেলায় প্রথমার্ধের ১০ মিনিটের মধ্যে ৩টি গোল হজম করতে হয় শরীয়তপুর দলকে। পরবর্তীতে গোল শোধের জন্য শরীয়তপুর দল মরিয়া হয়ে প্রাণপণ লড়তে থাকে। সাফল্য পেতে খুব বেশি বেগ পেতে হয়নি তাদের। ১১ থেকে ২১ মিনিটের মধ্যে ৪টি গোল করে শরীয়তপুর জেলা দল এগিয়ে যায়।
এরপর উভয় দল পুরো ৯০ মিনিট গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও কোন দল আর গোল করতে পারেনি। তাতে ৪-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে শরীয়তপুর দল। এতে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন মোস্তাক শাহরিয়ার মাহাথির। বিজয়ী শরীয়তপুর জেলা ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন।
এর আগে একই মাঠে গত ১৫ এপ্রিল মুন্সীগঞ্জের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়লাভ করে মাদারীপুর জেলা। মুন্সীগঞ্জ তাদের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে শরীয়তপুরের।
ঢাকা জোনে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর ও মুন্সীগঞ্জ জেলা (অনূর্ধ্ব-১৫) ফুটবল দল একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।