Saturday, 17th May, 2025

ভেদরগঞ্জের সাজনপুর বাজারে একটি দোকানে আগুন, আহত-৩

ভেদরগঞ্জের সাজনপুর বাজারে একটি দোকানে আগুন, আহত-৩
ভেদরগঞ্জের সাজনপুর বাজারে পুড়ে যাওয়া দোকান। ছবি-দৈনিক হুংকার।

ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর বাজারে আগুনে পুড়ে গেছে একটি ব্যবসা প্রতিষ্ঠান। এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এ সময় ১ ফায়ার ফাইটারসহ ৩ জন অহত হয়েছে।
শনিবার (১৭ মে ) বেলা ১১টার দিকে মহিষার ইউনিয়নের প্রধান ব্যবসা কেন্দ্র সাজনপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাজার ব্যবসায়ীরা ও ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এসময় প্রতিষ্ঠানের মালিক বাজার বনিক সমিতির সভাপতি হুমায়ুন কবির খান ও ফায়ার ফাইটার সাদিকুর রহমান শুভ ও পাশের ব্যবসায়ী আব্দুল করিম মনু মোল্যা আহত হয়। তাদেরকে চিকিৎসার জন্য ভেদরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। ফায়ার ফাইটার সাদিকুর রহমানের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর পাঠানো হয়েছে। অপর আহত পাশের ব্যবসায়ী আব্দুল করিম মনু মোল্যাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার সকালে সাজনপুর বাজারের মুদি ব্যবসায়ী হুমায়ুন কবির খানের দোকানের পিছনে বিদ্যুৎ এর সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে ধারণা ফায়ার সার্ভিসের। মুহূর্তের মধ্যেই আগুন তার দোকানসহ পাশের গোডাউনে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণের আগেই হুমায়ুন খানের দোকান সমস্ত মালামাল পুড়ে যায়। এতে নগদ ১২ লক্ষ টাকাসহ আড়াই কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবী করেন।
সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল, ভেদরগঞ্জ থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ভুট্টো মজুমদার সহ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।
ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জিএম আমির হোসেন বলেন, আমরা সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে অগ্নি নির্বাপনের কাজ শুরু করি। এ সময় আমার এক সহযোদ্ধা গুরুতর আহত হয়।
ঘটনাস্থল পরিদর্শন করে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিদ্র মন্ডল বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসকে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত করা হয়। এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কিভাবে আগুন লেগেছে তার সঠিক কারণ তদন্তের পরে বলা যাবে। ক্ষতিগ্রস্তদের আমরা সাধ্যমত সহযোগিতা করবো।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।