Saturday, 26th April, 2025

শরীয়তপুরে পলিথিন বিরোধী অভিযান

শরীয়তপুরে পলিথিন বিরোধী অভিযান
শরীয়তপুরে পলিথিন বিরোধী অভিযানে উপস্থিত কর্মকর্তাবৃন্দ। ছবি- দৈনিক হুংকার।

শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে পলিথিন জব্দ ও অর্থদন্ড দিয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল ৪ টায় শরীয়তপুর জেলার সদর উপজেলার আংগারিয়া বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসিফ হায়দার এর নেতৃত্বে অবৈধ পলিথিন বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালত আফজাল স্টোর নামক একটি দোকান থেকে আনুমানিক ১৭ কেজি অবৈধ পলিথিন জব্দ ও ১ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। এছাড়াও বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নির্দেশে বিভিন্ন দোকান হতে আনুমানিক ৫ কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করা হয়। এ আদালতে প্রসিকিউশন প্রদান করেন শরীয়তপুর পরিবেশ অধিদপ্তর সহকারি পরিচালক মোঃ রাসেল নোমান। এ ভ্রাম্যমান আদালতে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরিবেশ সুরক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারি পরিচালক মোঃ রাসেল নোমান।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।