
শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার গৈড্যা গ্রামের বাসিন্দা লুৎফর রহমান রোমানকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় তারা হত্যার সঠিক তদন্ত, সঠিক ধারা প্রয়োগ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার বিবরণ অনুযায়ী মানববন্ধনে বক্তারা জানান, গত ৩০ মার্চ রাত ১০টার দিকে লুৎফর রহমান তার নির্মাণাধীন বাড়ির বাউন্ডারির ভেতরে সন্দেহজনক কিছু লোক দেখতে পান। তিনি তাদের বের হতে বললে তারা হঠাৎ করে রোমানের ওপর হামলা চালায়। এক পর্যায়ে ভাই ভাই মোটর মেকানিকসের সামনে রাত ১০টা ২০ মিনিটে তাকে হত্যা করা হয়। পুরো ঘটনা সিসিটিভিতে রেকর্ড রয়েছে।
পরবর্তীতে নিহতের ভাই মোঃ রকিবুল হাসান বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় মনির হোসেন (২৫) ও কবির হোসেন (১৯) সহ আরও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ আসামিদের গ্রেপ্তার করে জেল হাজতে পাঠালেও মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহিদ ৩০২ ধারা পরিবর্তন করে ৩০৪ (ক) ধারায় আদালতে প্রতিবেদন দাখিল করেন। এতে আসামিরা প্রথম শুনানিতেই জামিন পেয়ে যায় এবং বাদীকে আদালতের শুনানির বিষয়টি জানানো হয়নি বলেও অভিযোগ করেন মামলার বাদী।
মামলার বাদী রকিবুল হাসান দাবি করেন, জামিনে মুক্তি পেয়ে আসামিরা তাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে এবং প্রাণনাশের হুমকিও দিয়েছে। ফলে পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, এটি একটি পরিকল্পিত হত্যা এবং এতে ৩০২ ধারাই প্রযোজ্য। তারা তদন্ত কর্মকর্তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের ফাঁসি ও সঠিক ধারা অনুযায়ী বিচারিক প্রক্রিয়া চালানোর দাবি জানান তারা। মানববন্ধন শেষে হত্যাকারীদের ন্যায়বিচার নিশ্চিত করতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।