Saturday, 26th April, 2025

নড়িয়ায় পদ্মা নদীতে যৌথ অভিযান চালিয়ে অবৈধ জাল উদ্ধার

নড়িয়ায় পদ্মা নদীতে যৌথ অভিযান চালিয়ে অবৈধ জাল উদ্ধার
নড়িয়ায় পদ্মা নদীতে যৌথ অভিযানে উদ্ধারকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করার আনা হচ্ছে। ছবি-দৈনিক হুংকার।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুলের নির্দেশে উপজেলা মৎস্য অধিদপ্তর ও বিএন স্টেশন কমান্ডার চাঁদপুর ঢাকা লেঃ কমান্ডার তাকিউল আহসান ১৯ এপ্রিল শনিবার নড়িয়ার সুরেশ্বর পদ্মা নদীতে যৌথ অভিযান চালায়।
অভিযান চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে সুরেশ্বর বাংলা বাজারের দুইটি গোডাউন থেকে প্রায় ১৫ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল উদ্ধার করা হয়। এ বিষয়ে গোডাউন মালিকদের কাউকে আটক করা যায়নি। পরে উদ্ধারকৃত জাল নড়িয়া উপজেলা চত্বরে নির্বাহী কর্মকর্তার নির্দেশে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ঝাটকা সংরক্ষণ অভিযান চলছে। এ সময় জেলেদেরকে ভিজিএফ এর চাল সহ বিভিন্ন সহযোগিতা দেওয়া হয়েছে। যাতে করে তারা ৩০ শে জুন পর্যন্ত কোন ধরণের জাটকা ইলিশে শিকার না করে। তাই জাতীয় মৎস্য সম্পদ ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।