Thursday, 22nd May, 2025

ভেদরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

ভেদরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত
ভেদরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‌্যালি। ছবি-দৈনিক হুংকার।

ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ‘জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫’ রোববার (৬ এপ্রিল) উদযাপিত হয়েছে।
এবার দিবসে প্রতিপাদ্য হচ্ছে “তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন”। ক্রীড়া দিবস উপলক্ষ্যে গৃহিত কর্মসূচির মধ্যে ছিলো র‌্যালি ও আলোচনা সভা ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে উপজেলা নির্বাহী অনিন্দ্য মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আসলাম হোসাইন মাঝি, উপজেলা জামায়াতের আমীর মনোয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, ক্রীড়া সংস্থার সদস্য আলী হোসাইন মুজাহিদ সহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ।
এর পূর্বে সকাল সারে ১০ টায় উপজেলা পরিষদ মাঠ থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিকালে সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।