Monday, 19th May, 2025

শরীয়তপুরে সড়কের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

শরীয়তপুরে সড়কের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান
শরীয়তপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছেন জেলা প্রশাসন ও সড়ক বিভাগ। ছবি- দৈনিক হুংকার।

শরীয়তপুর শহরের প্রধান সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা গুলোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে সড়ক বিভাগ ও জেলা প্রশাসন। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এসময় ১৫ টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।
জেলা সড়ক বিভাগ জানায়, শহরের ধানুকা হতে পালং উত্তর বাজার পর্যন্ত দেড় কিলোমিটার সড়কটি ৬০ থেকে ৭০ ফুট প্রসস্থ জমি অধিগ্রহণ করে চব্বিশ ফুট সড়ক নির্মাণ করা হয়। বর্তমানে অধিগ্রহণ করা বাকি জমির দখল হয়ে গেছে অন্তত ৮৭ শতাংশ। সড়কের পাশের এ সকল জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে অন্তত ১৪৬টি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। একাধিকবার দখলদারদের সরে যেতে নোটিশ দেয়া হলেও তারা সরে যায়নি। পরে জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে সোমবার সকালে ধানুকা স্টেডিয়াম থেকে কোর্টের মোড় এলাকার অন্তত ১৫ টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় জেলার সড়ক বিভাগ। আর সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে ধারাবাহিক ভাবে এ অভিযান চলমান রাখার কথা জানিয়েছেন জেলা প্রশাসন।
এ বিষয়ে শরীয়তপুর সড়ক ও জনপদের উপ-বিভাগীয় প্রকৌশলী মাহমুদুর রহমান রাসেল বলেন, সড়ক ও জনপদ বিভাগের জমি দখল করে গড়ে ওঠা মোট ১৪৬টি অবৈধ স্থাপনার একটি তালিকা আমাদের হাতে রয়েছে। এর মধ্যে ১৮টি স্থাপনা সংক্রান্ত মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এছাড়া কিছু ব্যক্তি পুনরায় মাফ যোগের আবেদন করেছেন, সেগুলো আমরা যাচাই-বাছাই করছি।
তিনি আরও বলেন, আজ আমরা স্টেডিয়াম থেকে কোর্ট চত্বর পর্যন্ত ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। আমরা নিশ্চিত করার চেষ্টা করবো, যেন এই জায়গাগুলো ভবিষ্যতে আর দখল না হয়। পথচারীদের চলাচলের সুবিধার্থে ফুটপাত নির্মাণ ও শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। যেহেতু এই এলাকাটি শরীয়তপুর শহরের গুরুত্বপূর্ণ অংশ, তাই দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
সিনিয়র সহকারি কমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন আইয়ুবী বলেন, শরীয়তপুর স্টেডিয়াম থেকে কোর্ট চত্বর পর্যন্ত সড়ক বিভাগের মালিকানাধীন জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদে অভিযান চালানো হচ্ছে। যেহেতু এটি সড়ক বিভাগের জমি, তাই মূলত তারাই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে এবং জেলা প্রশাসন থেকে আমরা তাদের আইনগত সহযোগিতা প্রদান করছি।
তিনি আরও বলেন, আজ প্রথম দিনে আমরা ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। তবে কিছু স্থাপনা নিয়ে আদালতে মামলা চলমান থাকায় সেগুলো আপাতত উচ্ছেদ করা সম্ভব নয়। ভবিষ্যতে সড়ক ও জনপদ বিভাগ যদি আমাদের কাছে আইনি সহযোগিতা চায়, তাহলে আমরা এ উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখবো।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।