
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৪-২০২৫ অর্থ বছরের আওতায় শরীয়তপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) শরীয়তপুর শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এ ক্রিকেট প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শ্যামল কৃষ্ণ মালাকার, শরীয়তপুর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রাসেল নোমান, জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রিকেট কোচ সেলিম সিকদার এবং অংশগ্রহণকারী বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। ক্রিকেট প্রতিযোগিতায় ৪টি দলে ৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, শারীরিক ভাবে সুস্থ্য থাকার জন্য ক্রীড়া চর্চা হলো অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। ক্রীড়া আমাদের হৃদয়ে প্রশান্তি দেয়, অংশগ্রহণকারীদেও প্রতিযোগি হতে সাহস যোগায়, বন্ধু ভাবাপন্ন্য করে। বিশেষ করে খারাপ কাজ ও নেষার জগৎ থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে সহায়তা করে। তাই আমাদের বেশী বেশী ক্রীড়াবিদ তৈরীর জন্য প্রতিযোগিতার আয়োজন করতে হবে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।