Friday, 16th May, 2025

শিশু বলাৎকারের আসামী ছাত্রলীগ কর্মী গ্রেফতার

শিশু বলাৎকারের আসামী ছাত্রলীগ কর্মী গ্রেফতার
সখিপুর থানা পুলিশের হাতে গ্রেফতার শিশু বলাৎকারের আসামী ছাত্রলীগ কর্মী স্বাধীন মোল্যা। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরসেন্সাস ইউনিয়নের ৮ বছরে শিশু বলাৎকারের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী স্বাধীন মোল্যাকে (২২) গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ। সে সখিপুর থানার চরসেন্সাস ইউনিয়নের মাগন বেপারী কান্দি গ্রামের বাদশা বেপারীর ছেলে। চরসেন্সাস ইউনিয়ন ছাত্রলীগের কর্মী।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত শিশুটিকে খেলনা কিনে দেবার কথা বলে বাড়ির পাশের আম বাগানে নিয়ে বলাৎকার করে। পরে শিশুটির দাদী বাগানে গেলে স্বাধীন দৌঁড়ে পালিয়ে যায়। শিশুটি বাগানের ভিতর পরে থাকে। রক্তাত নাতিকে দেখে দাদির চিৎকার দিলে এলাকবাসী ছুটে আসে। তারা শিশুটিকে উদ্ধার করে প্রথমে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। এর পরে স্বাধীন ও তার পরিবার এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে শিশুর পিতা সখিপুর থানায় ১৫ মে রাতে অভিযোগ করার পরে পুলিশ অভিযান চালিয়ে পাশের ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে।
সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ ওবায়েদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে স্বাধীনকে গ্রেপতার করি। শুক্রবার (১৬ মে) জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে পাঠিয়েছি।
এ বিষয়ে সহকারি পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল বলেন, আমরা খবর পাওয়া মাত্র ঘটনাস্থল পরিদর্শন করেছি।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।