Friday, 9th May, 2025

ডামুড্যায় ৫ বছর পর ঠিকাদার থেকে উদ্ধার খেলার মাঠ

ডামুড্যায় ৫ বছর পর ঠিকাদার থেকে উদ্ধার খেলার মাঠ
ডামুড্যায় খেলার মাঠ পরিস্কার শেষে রুলার করা হচ্ছে। ছবি- দৈনিক হুংকার।

ডামুড্যায় কনেশ^র এস সি এডওয়ার্ড ইনস্টিটিউশন স্কুলের মাঠ দখল করে ঠিকাদার পাথরের ব্লক রাখার কারণে ৫ বছর বন্ধ ছিল মাঠটিতে খেলাধুলা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মালেক এর হস্তক্ষেপে পাথরের ব্লক সরিয়ে খেলার উপযুক্ত করে দেওয়া হয় মাঠ।
জানা যায়, গত সরকারের আমলে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ মাঠটি দখল করে রাখেন। প্রভাবশালী ব্যক্তি হওয়ায় মাঠটি উদ্ধারের জন্য চেষ্টা করলেও কেউ উদ্ধার করতে পারেনি। পাঁচ বছর সে এটিকে বিভিন্ন ভাবে ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে সে মাঠ থেকে বালু নিয়ে তার বাড়িতে কাজ করেছে। পুরো মাঠ জুড়ে পাথরের ব্লক বানানো হয়েছিল। পুরো মাঠ জুড়ে ছিল এই ব্লক বানানোর সরঞ্জাম। কোথাও কোথাও মাটি উঠানো ছিল। ব্লক বানানোর কারণে বিভিন্ন জায়গা দিয়ে গর্তের সৃষ্টি হয়েছিল।
সরেজমিনে ঘুরে দেখা যায়, রুলার দিয়ে মাঠ ঠিক করার কাজ চলছে। আগের যে পাথরের ব্লক ছিল সেগুলো পরিষ্কার করা হয়েছে। মাঠটিতে পাথরের ব্লক বানানোর কারণে বিভিন্ন জায়গায় পাথর ছিটিয়ে ছিল। খেলাপ্রেমী তরুণরা পুরো মাঠের পাথর উঠিয়ে ফেলে। গর্ত হয়ে যাওয়া জায়গাগুলো বালু দিয়ে ভরাট করে। পুরো মাঠ জুড়ে পানি দিচ্ছে। রুরাল এর ব্যবহারের উপযুক্ত করার জন্য।
খেলাপ্রেমী সাদ সাইফি বলেন, দীর্ঘদিন ধরে খেলার মাঠটি অনুপযোগী হয়ে রয়েছে। এই মাঠটি ব্যক্তিগত স্বার্থে ও দখলের কারণে আমরা খেলতে পারিনি। এই মাঠটি স্কুলের তাই আমরা বিভিন্ন মানুষের কাছে বলেছিলাম মাঠটি উদ্ধারের ব্যাপারে। কিন্তু আমরা কোন সাড়া পাইনি। পরে উপজেলা নির্বাহী অফিসার স্যারের কাছে যাই সে আমাদের কথা শুনে। সে তখনই ইউনিয়ন চেয়ারম্যানকে বলে দেন মাঠটি পরিস্কার করার জন্য। পরিষ্কার করে দিলে স্যার আমাদের মাঠে রুলার চালানোর ব্যবস্থা করে দেন। আজকে মাঠটি পরিস্কার হয়ে রুলার চলছে। আগামী কালকে কিভাবে ঘাস হবে সেই জন্য কৃষি অফিসার আসবেন। আমরা কৃতজ্ঞ স্যারের কাছে সে আমাদের কথা শুনেছেন এবং রেখেছেন। ধন্যবাদ স্যারকে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।