
গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারে সাফা গার্মেন্টের ভেতর ঢুকে কর্মচারী শিমুলকে (১৮) বড় দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে কওছার নামে অপর এক কর্মচারীর বিরুদ্ধে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়রা আহত শিমুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আহম শিমুল চাঁচকৈড় বাজারপাড়ার আব্দুল গফুরের ছেলে ও অভিযুক্ত কাওছার (২৩) হামলাইকোল এলাকার দুলাল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন আগে দু;জনের মধ্য বাকবিতন্ডা হয়। তারই জেরে কাওছার রড় দিয়ে শিমুলের মাথায় আঘাত করেন। এতে শিমুলের মাথা ফেটে যায়।
চিকিৎসক জানান, শিমুলের মাথার বাপাশের দুইটি স্থানে গুরুতর জখম হয়েছে।
গুরুদাসপুর থানার ওসি বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।