Friday, 23rd May, 2025

ভেদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

শরীয়তপুরের ভেদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে ফাহিমা (২৮) নামে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন।
শনিবার (১১ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার সখিপুর থানার আরশিনগর ইউনিয়নের চর মৃধা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ফাহিমা বেগম সখিপুর থানার আরশিনগর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার ওয়াসিম গাজীর স্ত্রী।
মৃত ফাতেমার শাশুড়ি জহুরা খাতুন জানান, তার ছেলের বউ দীর্ঘ পাঁচ মাস ধরে মানসিক ভারসাম্যহীন ভাবে জীবন জাপন করে আসছে। আজ সকালে তাদের সোয়ার ঘরের সিলিং ফ্যানের হুকের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে খবর পেয়ে ভেদরগঞ্জ হাসপাতাল থেকে ওই গৃবধূর মরদেহ উদ্ধার করি। পরে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।