Saturday, 24th May, 2025

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন
শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুরের গোসাইরহাট কুচাইপট্টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আবুল কাশেম মোতাইয়েত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) বিকালে কুচাইপট্টি ইউনিয়নে সেরু মার্কেটে পরিবার ও গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিহতের পরিবার ও স্থানীয়রা মানববন্ধনে বলেন, ‘সন্ত্রাসীরা স্বেচ্ছাসেবক দলের নেতা কাশেম মোতাইয়েতকে ছুড়ি দিয়ে বুকের ভিতরে পার দিয়ে হত্যা করে। এ ঘটনায় দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে জড়িতদের ফাঁসি দাবি করেন।
উল্লেখ্য, আবুল কাশেম মোতাইতের পরিবারের সঙ্গে একই এলাকার কাশেম আলী খাঁয়ের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘ দিনের। বুধবার দুপুরে সেই বিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল কাশেমের উপর হামলা চালায় কাশেম আলী খাঁয়ের লোকজন। এতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।