
পদ্মা সেতু দক্ষিণ থানার নাওডোবার বাস ও সিএনজি স্ট্যান্ড এলাকায় পরিবহন সেক্টরে চাঁদাবাজী বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাওডোবা ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের উদ্যোগে রবিবার (২৫ আগস্ট) এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পরিবহন সিন্ডিকেটের মাধ্যমে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ অন্যায়। তারা দাবি করেন, অবিলম্বে পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং অতিরিক্ত ভাড়া প্রত্যাহার করতে হবে।
বক্তারা আরও বলেন, প্রশাসন যদি দ্রুত এই সমস্যার সমাধান না করে, তাহলে তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন। তারা সময়মতো ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া এ ধরণের অন্যায় তারা সহ্য করবেন না। বিক্ষোভ শেষে একটি প্রতিবাদ মিছিলও অনুষ্ঠিত হয়।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।