Saturday, 24th May, 2025

ভেদরগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধ ড্রেজার অপসারণ

ভেদরগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধ ড্রেজার অপসারণ
ভেদরগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধ ড্রেজার অপসারণ। ছবি-দৈনিক হুংকার।

ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার সখিপুর, উত্তর তারাবুনিয়া, দক্ষিণ তারাবুনিয়া, আর্শিনগর ও চরসেন্সাস ইউনিয়নের পদ্মা নদীর বিভিন্ন স্থানে অবৈধ ড্রেজার চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
শনিবার (২৪ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল এর নেতৃত্ব উপজেলা প্রশাসন ও সখিপুর থানা পুলিশ এ অভিযান চালায়। অভিযানে সখিপুর থানার চরসেন্সাস ইউনিয়নের বেড়াচাক্কি এলাকার পদ্মা নদীতে বালু উত্তোলনের সময় একটি অবৈধ ড্রেজার অকেজো করে অপসারণ করা হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মালিক ও চালক পালিয়ে যায়।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল বলেন, সরকার নদীর গতি ও পরিবেশ রক্ষায় অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তারই অংশ হিসেবে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। নদীর সঠিক প্রবাহ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। নদীভাঙন রোধ ও কৃষিজমি রক্ষায় আমাদের অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।