
ব্যাটমিন্টন খেলার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে সে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ২০ দিন চিকিৎসার পরে মৃত্যু বরণ করলো সুজন (২২)। সে নড়িয়া উপজেলার উপসী গ্রামের মোহাম্মদ আলী চৌকিদারের ছেলে।
এলাকাবাসী জানায়, সুজন খুবই দরিদ্র পরিবারের সন্তান। তারা ২ ভাই। তার পিতা বৃদ্ধ মোহাম্মদ আলী চৌকিদারের রোজগার করার ক্ষমতা নেই। বড় ভাই অটো চালক। সে স্ত্রী ও সন্তান নিয়ে আলাদা থাকেন। তাই সুজনই বৃদ্ধ বাবা মায়ের শেষ অবলম্বন ছিল।তার এই অকাল মৃত্যুতে তার বাবা মা চোখে অন্ধকার দেখছেন।
সুজনের বড়ভাই জানান, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার পর আমরা সুজন কে হাসপাতালে ভর্তি করি। প্রথম অবস্থায় হাসপাতালে তাকে ভালো চিকৎসা দেয়া হয়েসিল এতে সে কিছুটা সুস্থ্য হয়ে উঠেছিল। কিন্তু পরে নানান কারণে ও অবহেলায় সঠিক চিকৎসা পায়নি। ভালো চিকিৎসা পেলে হয়তো আমার আজ বেঁচে থাকত। সুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।