Saturday, 24th May, 2025

সাহায্য করতে সামর্থ না, ইচ্ছা শক্তিই বড়

সাহায্য করতে সামর্থ না, ইচ্ছা শক্তিই বড়
তৃষ্ণার্ত পথযাত্রিদের পানি পান করাচ্ছেন চৌরঙ্গী স্ট্যান্ডের অটো চালকরা। ছবি-দৈনিক হুংকার।

সাহায্য করতে বা মানুষের পাশে দাঁড়াতে অঢেল সম্পদ প্রয়োয়জন এমন উক্তিকে মূল্যহীন করে দিয়েছে চৌরঙ্গী স্ট্যান্ডের অটোরিক্সা চালকেরা। মানুষের পাশে দাঁড়াতে ইচ্ছা শক্তিই যথেষ্ট তা প্রমাণ করেতে তারা পথচারি ও যাত্রিদের জন্য ব্যারেল ভর্তি গভীর নলকুপের পানিতে বরফ মিশিয়ে রেখেছেন। তৃষ্ণার্ত পথযাত্রিরা সেখান থেকে পানি পান করে তৃষ্ণা মেটাচ্ছেন।
শরীয়তপুর জেলা শহরের চৌরঙ্গী স্ট্যান্ডের অটোরিক্সা চালকদের সাথে কথা বলে জনা গেছে, তাদের একজন সহকর্মী ঢাকায় তৃষ্ণার্ত মানুষদের পানি পান করাতে দেখেছেন। বিষয়টি তার কাছে ভালো লাগে। শরীয়তপুরে এসে ভালো লাগার বিষয়টি অন্যান্য সহকর্মীদের সাথে শেয়ার করেন। তখনই সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করেন তারাও প্রচন্ড গরমে তৃষ্ণার্ত মানুষদের জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করবেন।
এতে কত ব্যয় হয়েছে তা জানতে চাইলে আয়োজকরা বলেন, স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে ২০০ লিটারের একটি ব্যারেল সংগ্রহ করেছে। পরে ব্যারেলটি পরিস্কার করে গভীর নলকুপের পানি দিয়ে ভর্তি করেন। তারপর ১২০ টাকা মূল্যের এক পাটা বরফ এনে ব্যারেলের পানিতে ভিজিয়ে রাখেন। টিউবয়েলের পানির সাথে বরফ গলে ঠান্ড হচ্ছে। পথচারি, যাত্রি ও তৃষ্ণার্তরা সেই পানি পান করে তৃপ্তি পাচ্ছেন।
কতদিন তাদের এই কার্যক্রম চলবে এমন প্রশ্নের জবাবে আয়োজকরা জানায়, আবহাওয়ার পরিবর্তণ যতদিন না হবে ততদিন তাদের এই কার্যক্রম চলবে।
অটোচালকদের এহেন সেবামূলক কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে সকল শ্রেণি পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।