Saturday, 24th May, 2025

জাজিরায় পুলিশের হাতে আটক মাদক ব্যবসায়ীদের ছিনিয়ে নিয়েছে যুবলীগ নেতা

জাজিরায় পুলিশের উপর হামলা চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাজাসহ সাগর মাদবর নামে এক যুবলীগ নেতা ও তার সহযোগিরা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় জাজিরা থানার ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় ওই যুবলীগ নেতাসহ ৭জন এজহারভুক্ত আরো ১০/১৫জনকে অজ্ঞাতনামা আসামী করে জাজিরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ছিনতাই হওয়া আসামী ও ছিনতাইকারী সাগর মাদবরের বিরুদ্ধে মাদারীপুরের শিবচর থানা ও জাজরিা থানায় মাদকসহ বিভিন্ন অপরাধের ৫ থেকে ৭টি করে মামলা রয়েছে বলে জানিয়েছেন জাজিরা থানার ওসি হাফিজুর রহমান।
জাজিরা থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার গোপালপুর ইউনিয়নের সূর্যমণি বাজারের পূর্ব দিকের নদীর পাড় সংলগ্ন বালুর মাঠ থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ আরিফ মাদবর ও সবুজ মাদবরকে আটক করে জাজিরা থানা পুলিশ। বিষয়টি টের পেয়ে বড় গোপালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাগরসহ বেশ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাত ডাকাত বলে পুলিশের উপর হামলা চালায়। এ সময় গোপালপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো: সাগর মাদবর, তার স্ত্রী সাথী আক্তার, সহযোগী রাজিব মাদবর, রশিদ আকন, রহিম মাদবরসহ ১৫/২০ জনের একটি দল আটক হওয়া আরিফ মাদবর ও সবুজ মাদবরকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় পুলিশের সহকারী উপপরিদর্শক বেলাল হোসেন, পুলিশ সদস্য জোহান, সবুজ খান ও ফারুক আহত হয়। পরে তারা জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।
এ ব্যাপারে যুবলীগ নেতা সাগর মাদবরের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে জাজিরা উপজেলা যুবলীগের আহ্বায়ক আতাউর রহমান মুকুল খান বলেন, পুলিশের কাছ থেকে মাদক কারবারিদের ছিনিয়ে নেওয়ার বিষয়টি আমি শুনেছি। সাগর মাদবর বড় গোপালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। সে যদি এ ধরণের কোনো অন্যায় করে থাকে, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মাদকসহ আটককৃত ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন। এঘটনায় জড়িত সাগর মাদবরসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫-২০ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।