Wednesday, 28th May, 2025

অগ্রণী যুব সংগঠনের “ছাত্র কল্যান উপবৃত্তি-২০২৩” পরীক্ষা অনুষ্ঠিত

অগ্রণী যুব সংগঠনের “ছাত্র কল্যান উপবৃত্তি-২০২৩” পরীক্ষা অনুষ্ঠিত
অগ্রণী যুব সংগঠনের ছাত্র কল্যান উপবৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন উপস্থিত অতিথিবৃন্দ। ছবি-দৈনিক হুংকার।

ভেদরগঞ্জ উপজেলার ডিএম খালি ইউনিয়নের প্রাচীণ ও ঐতিহ্যবাহী স্বেচ্ছা সেবী প্রতিষ্ঠান অগ্রনী যুব সংগঠনের উদ্যোগে পরিচালিত “ছাত্র কল্যান উপবৃত্তি-২০২৩” পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) চরচান্দা উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৬ষ্ঠ থেকে ১০ শ্রেণীতে পাঠ্যরত বিভিন্ন বিদ্যালয়ে প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। সংগঠনের সভাপতি এ্যাডভোকেট সাদেক হোসেন এর সভাপতিত্বে পরীক্ষা গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নূর হোসেন মোল্যা, চরচান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, অগ্রনী যুব সংগঠনে সাধারণ সম্পাদক মাস্টার আক্তার হোসেন, নির্বাহী সদস্য এস আই শাওন ও পরীক্ষা বাস্তবায়ন পরিষদের আহবায়ক রফিকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।