Tuesday, 27th May, 2025

ভেদরগঞ্জে প্রান্তিক পেশাজীবীর জীবনমান উন্নয়নে সেমিনার

ভেদরগঞ্জে প্রান্তিক পেশাজীবীর জীবনমান উন্নয়নে সেমিনার
ভেদরগঞ্জে প্রান্তিক পেশাজীবীর জীবনমান উন্নয়নে সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ। ছবি-দৈনিক হুংকার।

ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে ভেদরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারি পরিচালক আঃ মান্নান, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ পারভেজ আহম্মেদ সেলিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডামুড্যা উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ ওবায়দুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ভেদরগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার প্রিয়াংকা বিশ্বাস। সেমিনারে প্রান্তিক পেশাজীবীসহ বিভিন্ন পর্যায়ের মোট ৫০ জন অংশগ্রহনকারী অংশ গ্রহণ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।