
শরীয়তপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার (২৮ মে) সকাল ১১ টায় সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ মিলনায়তনে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার শাহিন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম (পিপিএম-সেবা)। আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওয়াজেদ কামাল। আলোচনা সভায় অত্র কলেজের সহকারি অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন তারুণ্য নির্ভর বাংলাদেশ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনা সভায় কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগি অধ্যাপক, সহকারি অধ্যাপক ও প্রভাষকবৃন্দসহ নাগরিক সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তরা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণে দিগন্ত উম্মোচন করেছেন। ৫ আগস্ট, ২০২৪ ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সফলতার পর এখন সময় এসেছে নতুন করে রাষ্ট্রকে গঠন করার। যেখানে তরুণ জনগোষ্ঠীকে শিক্ষা-দীক্ষা ও প্রশিক্ষণে দক্ষ করে বাংলাদেশে বিদ্যমান ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। তরুণদের জ্ঞান বিজ্ঞান ও কারিগরি শিক্ষায় সমৃদ্ধ করে ৪র্থ শিল্প বিপ্লবের উপযোগি করে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ ও কল্যাণকর আদর্শ হিসেবে গড়ে তুলতে হলে তরুণদের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।
বক্তারা আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা দরকার। তরুণরা যাতে তাদের আশা-আকাঙ্খা, মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে পারে সেজন্য রাষ্ট্র পরিচালনা নীতি তৈরীতে তাদের অংশগ্রহণ করতে হবে। এজন্য তরুণদের মাদকের ভয়াবহতা, কিশোর গ্যাং ও সন্ত্রাসবাদের মতো অনাচার থেকে তাদের দূরে থাকতে হবে এবং এসব সমস্যা সমাধানে তাদের মধে দেশপ্রেম, মূল্যবোধ, সততা ও নৈতিকতা জাগ্রত করতে হবে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।