
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোভিড চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়েছেন তিনি। নিচ্ছেন অক্সিজেন সাহায্যও। তবে এর মধ্যেও ৫০ বছর বয়সী ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেছেন চিকিৎসা কেন্দ্রের একজন ওয়ার্ড বয়। ভারতের মধ্যপ্রদেশের গ্লালিয়ারে এই ঘটনা ঘটেছে। ওই নারীকে যৌণ হেনাস্থার অভিযোগে ওই ওয়ার্ড বয়কে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে ভারত। মধ্যপ্রদেশেও দৈনিক আক্রান্তের সখ্যা ১০ হাজার পার করছে। এমতাবস্থায় সেখানকার অধিকাংশ হাসপাতালের বেড খালি নেই। তাই বিভিন্ন হোটেলকেও কোভিড চিকিৎসা কেন্দ্রে পরিণত করা হচ্ছে। এমনই একটি হোটেলে ভর্তি রয়েছেন ওই নারী।
পুলিশকে তিনি জানান, তাকে দুইবার ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত ওয়ার্ড বয়। ওই নারীর পরিবারের লোকজনকে বিষয়টি জানাতেই সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করে ওই নারী ছেলে। এরপরই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সেখানকার পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্ত ওয়ার্ড বয়ের নাম বিবেক লোধি। ওই নারীর অভিযোগ তদন্ত করা হয়েছে বলেও জানান তিনি। গত বছর ভারতে যখন করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত ছিল তখনও উত্তরপ্রদেেেশর সরকারি হাসপাতাল থেকে এমন বেশ কিছু অভিযোগ পাওয়া গিয়েছিল।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।