
ইউরোপের দেশগুলোতে জনসন অ্যান্ড জনসনের টিকার প্রয়োগ ফের শুরু হতে যাচ্ছে। বার্তাসংস্থা রয়টার্স বুধবার (২১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।
অঞ্চলিক চিকিত্সা নিয়ন্ত্রক জানিয়েছে, এ টিকা দেওয়ার পরে করোনায় রক্তজমে যাওয়ার মতো সম্ভাব্য মারাত্মক ঝুঁকির তুলনায় এর উপকারিতা অনেক বেশি।
ইউরোপের স্বাস্থ্য নিয়ন্ত্রক, ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ) মঙ্গলবার এ টিকার প্রয়োগের পরামর্শ দিয়ে জানায় যে এতে রক্ত জমাট বাঁধার মত সমস্যা অত্যন্ত বিরল।
সংস্থাটি একটি মাত্র ডোজের উপকারিতা তুলে ধরে জানায় যে এর ফলে অন্য ঝুঁকিও কমে।
এর আগে গত সপ্তাহে মার্কিন স্বাস্থ্য নিয়ন্ত্রক সাময়িকভাবে জনসন অ্যান্ড জনসনের টিকার প্রয়োগ থামিয়ে দিয়েছিল।
জনসনের এক ডোজের টিকা করোনার বিরুদ্ধে ৮৫ শতাংশ কার্যকর। বিশেষ করে করোনা আক্রান্ত গুরুতর রোগীদের ক্ষেত্রে। বাজারে আসার আগে ৪৩ হাজার মানুষের ওপর এই টিকার ক্লিনিক্যাল ট্রায়াল দেওয়া হয়।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।