
নারীদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করাটা একটা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। আর ভারতে নারীদের প্রায়ই তাদের পোশাকের বিতর্কিত মন্তব্য শুনতে হয়। উত্তরাখন্ডের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াতও ক্ষমতায় বসে মেয়েদের ছেঁড়া জিন্স পরার বিরুদ্ধে সরব হয়েছে। তার ভাষায় ছেঁড়া জিন্স পরে যেভাবে নারীদের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়, তা মোটেই সংস্কারের নিদর্শন নয়। শিশু অধিকার সংরক্ষণ কমিশনের একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তীর্থ।
উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী বলেন, অনেকেই ধনী পরিবারের সন্তান সাজতে হাঁটু দেখানো ছেঁড়া জিন্স পরছে। বাড়ি থেকে শিক্ষা না পেলে এমনটাই হয়। এতে স্কুল বা শিক্ষকদের দোষ কোথায়? মেয়েদের পাশাপাশি ছেলেরাও এমন ছেঁড়া জিন্স পরে পশ্চিমা সভ্যতাকেই নকলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তীর্থ। তিনি আরও বলেন, যেখানে পশ্চিমা দেশগুলো আমাদের অনুসরণ করছে। নিজেদের শরীর ঠিকমতো ঢেকে যোগাসন করছে। সেখানে আমরা নগ্নতার দিকে ছুঁটছি। নিজের কথার পক্ষে যুক্তি উপস্থাপন করতে গিয়ে এক স্বেচ্ছাসেবী সংস্থার প্রধানের উদাহরণ তুলে ধরেন। তীর্থ বলেন, ওই নারী ছেঁড়া জিন্স পরে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ধরণের পোশাক পরা নারী অন্যদের কী শিক্ষা দেবেন? এ ধরণের পোশাক পরার পেছনে পরিবারগুলোই দায়ী। এভাবেই অভিভাবকদের পরোক্ষ প্রভাবেই সন্তানরা পরবর্তী সময়ে মদ্যপ ও মাদকসেবী হয়ে ওঠে বলেও মন্তব্য করেন তিনি। টাইমস অব ইন্ডিয়া, দ্য প্রিন্ট।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।