Sunday 3rd December 2023
Sunday 3rd December 2023

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkarc/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

৩১ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভারতীয় জাহাজ

কয়লা নিয়ে ভারতীয় জাহাজ এমভি জগ রাজিব মোংলা বন্দরে। ছবি-দৈনিক হুংকার।

৩১ হাজার ৭০ মেট্রিকটন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে ভারতীয় পতাকাবাহী জাহাজ এমভি জগ রাজিব। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে আসা ভারতীয় জাহাজটি ১ নভেম্বর বুধবার বন্দরের ফেয়ারওয়ে এলাকায় নোঙর করে। এদিন সকাল থেকেই শুরু হয় কয়লা খালাসের কাজ।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১ নভেম্বর বুধবার ভোররাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে এলাকায় নোঙ্গর করে কয়লাবাহী জাহাজ এমভি জগ রাজীব। এরপর সকাল থেকেই শুরু হয় জাহাজ থেকে কয়লা খালাস ও পরিবহনের কাজ।
তিনি আরো জানান, ফেয়ারওয়ে এলাকায় রেখে ওই জাহাজ থেকে ২৩ হাজার মেট্রিক টন কয়লা খালাস করা হবে। এরপর বাকি ৩১ হাজার ৭০ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি বন্দরের হারবাড়িয়ায় আসবে। সেখানে রেখে লাইটারে খালাস করা হবে জাহাজে থাকা অবশিষ্ট কয়লা। এরপর লাইটারেজে করে নেওয়া কয়লা নেওয়া হবে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে। পরে জেটি থেকে তা সংরক্ষণ করা হবে বিদ্যুৎকেন্দ্রের গোডাউনে। এর আগে ইন্দোনেশিয়ার মুয়ারা পান্তাই বন্দর থেকে গত ২১ অক্টোবর ৫৪ হাজার ৭০ মেট্টিক টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে ভারতীয় পতাকাবাহী এ জাহাজটি।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।