Monday, 26th May, 2025

ভোজেশ্বরে ভেকু চালককে জরিমানা

ভোজেশ্বরে ভেকু চালককে জরিমানা
ভোজেশ^র ইউনিয়ন ভূমি অফিসের অধিক্ষেত্রে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে। ছবি-দৈনিক হুংকার।

নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকা থেকে এক ভেকু মালিককে আটক করেছে ভোজেশ্বর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। পরে তাকে নড়িয়া উপজেলা সহকারী কমিশনারের (ভূমি’র) কাছে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ভোজেশ্বর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুস সালাম জানায়, ভোজেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের অধিক্ষেত্রে অবৈধ ড্রেজার ও ভেকুর কোন অবস্থান নাই। মাসুদ নামে এক ভেকু মালিক গোপনে একটি পুকুর খননের চেষ্টা চালায়। সংবাদ পেয়ে তাকে সেখান থেকে আটক করে উপজেলা ভূমি অফিসে পাটানো হয়। নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ ভ্রাম্যমান আদলতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। সেই পুকুরে আর ভেকু না চালানোর জন্য বলেছেন।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।